আজমিরীগঞ্জে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস
নিজস্ব প্রতিনিধি-
আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিন, ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করেছে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা সময়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক অসাধুচক্র। বালু উত্তোলনের কাজে কখনও ড্রেজার মেশিন, আবার কখনও এক্সেভেটর ব্যবহার করছে।কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট প্রশাসনের সজাগ দৃষ্টির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ-ধ্বংস করছে। এ ছাড়াও জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড করা হচ্ছে। এরপরও বন্ধ করা যাচ্ছে না বালুখেকোদের অবৈধ তৎপরতা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গন, বিনষ্ট হচ্ছে ফসলিজমি,ঘটছে পরিবেশ বিপর্যয়।
এরই ধারাবাহিকতায়,বেশ কিছুদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের উত্তর রসুলপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে ভিটা নির্মাণের অপতৎপরতায় লিপ্ত হয়। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে আজ সোমবার অভিযানে নামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ।একই সময় বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয় ৷
অভিযান পরিচালনা কালে থানার এস আই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী এবং ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বালু উত্তোলনের ২টি শেলো ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ৷