কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনীর নিবন্ধন প্রক্রিয়া শুরু ॥

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ‘প্রথম পুনর্মিলনী’তে অংশগ্রহন করার
জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উদযাপন
কমিটির আহবায়ক প্রফেসর মো: আনোয়ারুল আজিম।

নিবন্ধন কার্যক্রমের প্রথম দিন কলাপাড়া পৌর শহরের কুমারপট্টিস্থ এলাকার
বাসিন্দা এবং ১৯৪৮ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থী মো: সিরাজুল হক নিজ
হাতে ফরম পূরণ করে প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহন করার জন্য নিবন্ধন
সম্পন্ন করেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন কমিটি
সূত্রে জানা যায়, নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১৫০০টাকা।
প্রাক্তন শিক্ষার্থীর স্বামী অথবা স্ত্রী পুনর্মিলনীতে অংশগ্রহন করতে
চাইলে অতিরিক্ত ১০০০টাকা জমা দিতে হবে। বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা
প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবে।
কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় অবস্থিত পুনর্মিলনী
উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে।
এছাড়া পূবালী ব্যাংক কলাপাড়া শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৫০৭০১০১০০৭৫৮৭ তে
টাকা জমা দিয়েও নিবন্ধন করা যাবে। ০১৭১২৬৬৮৮৫৭ এ নম্বরে বিকাশ করেও
নিবন্ধন করা যাবে। সেক্ষেত্রে ব্যাংক বা বিকাশ করে যাঁরা নিবন্ধন করবেন,
তাদেরকে ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ এবং বিকাশ করার ম্যাসেজের স্ক্রিনশট
০১৭৯৫৬৯১৩৭১ এ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।




error: Content is protected !!