কলাপাড়ায় নতুন আরও ১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত ॥

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার আক্রান্ত ওই ব্যাক্তির বাড়িসহ কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ঈদের আগে ওই ব্যাক্তি ঢাকা থেকে কলাপাড়ায় এসেছেন। গত ৩ জুন তার নমুনা
দেয়ার পর শনিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।

এ নিয়ে কলাপাড়ায় মোট ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃতুবরন করেছে তিনজন। ৭ জন চিকিৎসাধিন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ ব্যাপারে পৌরশহরের নাইয়াপট্রি এলাকার বাসিন্দা টুটুল বিশ্বাস জানান,তাদের এলাকায় একজন করোনা রোগী মারা যাওয়ার পর প্রশাসন ৫/৬ টি বাড়ী লকডাউন করেছে। কিন্তু এলাকার মানুষ তা মানছেন না। এরফলে এলাকায় আরো মাানুষ আক্রান্ত হতে পারে বলে তিনি শংকা প্রকাশ করছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান,নতুন করে কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি এলাকায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ববিবার সকালে পৌর মেয়রকে সাথে নিয়ে করোনা শনাক্ত ওই ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছিল। লকডাউন সফল করতে প্রশাসন কাজ করছে।




error: Content is protected !!