কাউখালীতে সাংবাদিক রোজিনার উপরে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালীতে গতকাল বুধবার প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানি সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা শারিরীক লাঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্নিতী অনুসন্ধান করতে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে গেলে তার উপর বর্বরচিত হামলা ও মিথ্যা অভিযোগ এনে ৫ঘন্টা আটকে রেখে মিথ্যা অভিযোগ এনে কারাগারে পাঠানোর প্রতিবাদে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সড়কে ঘন্টাব্যপি মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানবন্ধনের সময় সাংবাদিকদের সাথে সঙ্গতি প্রকাশ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষকনেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি র নেতৃত্বে প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী ও সাধারন সম্পাদিকার নেতৃত্বে মহিলা পরিষদের নেতৃবৃন্দ সহ কাউখালী প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও সর্ব স্তরের সাধারন মানুষ। এসময় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও আরটিভির জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রয়, উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু, এ সময় একাত্তর টেলিভিশনের কাউখালী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক রোজিনা ইসলামের অনুসন্ধানি বিভিন্ন দূর্নিতীর প্রতিবেদন যা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত তথ্যচিত্র তুলে ধরেন। বক্তারা অনতি বিলম্বে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবী জানান এবং সাংবাদিক রোজিনার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।