কালীগঞ্জে সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও আটকের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ 
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানবন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। এ ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বুধবার সকাল ১০ টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মরত সকল সাংবাদিকরা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের প্রতিনিধি জামির হোসেন, দিনকালের জাকারিয়া হোসেন, মাইটিভির মিঠু মালিথা, আরটিভির শিপলু জামান প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র তুলে ধরে জাতির কল্যাণে কাজ করেছেন। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 




error: Content is protected !!