রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সর্বশেষ বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ২১ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে আরো ২১ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১৩৫৪ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৯ জন মারা গেছেন। সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৫ জন। তাদের মধ্যে ৩৭ জন হাসপাতালে এবং বাকি ২৭৮ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই সর্বোচ্চ ১৭ জন নতুন শনাক্ত হয়েছেন।
এছাড়া তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী ও ইটনায় উপজেলায় ১ জন করে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।
অন্যদিকে নতুন করে জেলায় ২১ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।
নতুন সুস্থ হওয়া এই ২১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১০ জন, হোসেনপুর উপজেলার ৮ জন ও ভৈরব উপজেলার ৩ জন রয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী রোগীসহ বুধবার (৮ জুলাই) ও বৃহস্পতিবার (৯ জুলাই) সংগৃহীত ১৮৮ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।
ল্যাবটিতে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৬৭৭ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন করে আরো ২১ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৮ জনে।
এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ২১ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৩৩৩ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৪ জন।
বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ জেলায় মোট ৩১৬ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।