কুষ্টিয়া কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষকলীগ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গত রোববার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন লাবলুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ সমীর চন্দ। তিনি বলেন, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।
বঙ্গবন্ধু’র আর্দশের সংগঠন কৃষকলীগ, তাই কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষকলীগকে তৃণমূল চাষীদের পাশে দাঁড়াতে আহবান জানান কৃষকলীগ সভাপতি কৃষিবীদ সমীর চন্দ। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডলের পরিচালায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি এমপি, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, সিনিয়র সহ- সভাপতি শফিকুল ইসলাম লাইজু, সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ মিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাহাফুজা রুবি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাবেক জেলা কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান মজনু। এসময় জেলা ও উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




error: Content is protected !!