কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু।

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

আজ থেকে আনুষ্ঠানিক ভাবে ভেড়ামারা উপজেলা পৌরসভা,ও ইউনিয়ন এ ওয়ার্ড ভিত্তিক কোভিট ১৯এর ভ‍্যাকসিন প্রদান শুরু হয়েছে।আজ উপজেলার মোকারিমপুর,ও বাহাদুর পুরের ১,২,এবং৩নং ওয়ার্ডে টিকা প্রদান সম্পন্ন হয়ে ।আগামী কাল বাহিরচর,চাঁদ গ্রাম,জুনিয়াদহ,ও ধরমপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে টিকা প্রদান করা হবে ।এসময় জাতীয় পরিচয় পত্র অবশ্যই সাথে আনতে হবে।

♦♦কিছু গুরুত্বপূর্ন তথ্য………
টিকার নাম – ইন অ্যাক্টেভেটেড কোভিড-১৯ ভ্যাকসিন
বিআই বিপি সাইনোফার্ম।

★ ক্যাম্পেইনে ২৫ বছর ও এর বেশি বয়সের জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে।
ভ্যাকসিন গ্রহনের জন্য অবশ্যয় জাতীয় পরিচয় পত্র এবং সুরক্ষা ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।

★ গর্ভবতী ও স্তনদানকারী নারীগনকে ভ্যাকসিন প্রদান করা হবেনা।

★ টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক (৫০ এর বেশি বয়স)
ও নারীদের প্রাধান্য দেওয়া হবে।

★ ইতিপূর্বে যারা কোন কোভিড টিকা ১ ডোজ নিয়েছেন তারা কোন অবস্থাতেই এই ক্যাম্পেইনে টিকা
নিতে পারবেননা।

★ গুরুতর অসুস্থ, জ্বর, সর্দি, কাশি থাকলে,
অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডাইবেটিস থাকলে বা, ক্যান্সার চিকিৎসা গ্রহন করলে এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবেন না।




error: Content is protected !!