কুড়িগ্রামের রাজারহাট ও ভুরুঙ্গামারীতে ২ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা ও গাঁজার গাছ সহ মোট ৫ জন আটক।

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

মাহে আলম,কুড়িগ্রাম,প্রতিনিধি।

পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের রাজারহাটে পৃথক পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে প্রথমটিতে দুই বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোজাফফর হোসেন (৩৫) ও তাইজুল ইসলাম(৩০)কে চাকিরপশার ইউপি অন্তর্গত রতিরাম কমলঅঝা হতে আটক করা হয়।
অপর অভিযানে ১৪ পিস ইয়াবাসহ নিমাই চন্দ্র(২৮) ও সেলিম মন্ডল(৩৫) কে রাজারহাট ইউপি অন্তর্গত কুংকর ভাটার পাড় হতে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে ভুরুঙ্গামারী থানাধীন পাথরডুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রফিকুল(৩০),পিতা-আব্দুল হামিদ,সাং-দক্ষিণ পাথরডুবি এর বাড়ির পাশে তার জমিতে রফিকুল কর্তৃক রোপণকৃত একটি বড় আকৃতির গাঁজার গাছ এবং তার বাড়ির উত্তর দুয়ারী শয়ন ঘর হইতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার। মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




error: Content is protected !!