কুয়াকাটাসহ উপকূলীয় জনপদে ভারী বর্ষন ও বৈরী আবহাওয়ায় বিপযর্স্ত জনজীবন ॥

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; দক্ষিন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে রবিবার থেকে এপর্যন্ত বিস্তীর্ন উপকুল জুড়ে থেমে থেমে হালকা, মাঝারি এবং ভারী বৃষ্টিপাতসহ প্রচুর দমকা হাওয়া বইছে। এর প্রভাবে সমুদ্র প্রচন্ড উত্তাল
হয়ে আছে। উত্তাল ঢেউয়ের সাথে বাতাসের গতি বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে জেলেদেও শতশত ট্রলার মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া
নদীতে আশ্রয় নিয়েছে।

স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এরফলে বেড়িবাধের বাইরে নিন্মাঞ্চল এবং চরাঞ্চল তলিয়ে গেছে। কলাপাড়ার নিজামপুর,সুধীরপুর, কমরপুরে বেড়িবাঁধ ঝুকিতে রয়েছে, লালুয়া চাড়িপাড়া এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ৩ টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে পায়রা সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।




error: Content is protected !!