কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই ব্যবসায়িকে জরিমানা

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

মোঃআশাদুলভূঁই,কোটচাঁদপুর(ঝিনাইদ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি ও লাইসেন্স নবায়ন না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে শহরের লক্ষ্মী চাউল ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী দীপঙ্কর অধিকারীকে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির দায়ে ৪ হাজার টাকা ও মেসার্স একতা ট্রেডার্সের মালিক রতন সাহা কে লাইসেন্স নবায়ন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত উভয়ের চাউলের গোডাউনে তল্লাশি চালান। এ সময় খাদ্য পরিদর্শক নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ ও উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আজিজসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।




error: Content is protected !!