মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বপরিকল্পিত হামলায় পিতামাতাসহ সাংবাদিক গুরুত্বর আহত হয়েছে। এঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মাতা।
জানা গেছে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিবেশী মধুর ছেলে আনোয়ার হোসেনের হামলা ও মারধরে গুরুত্বর আহত হন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম, তার পিতা আব্দুল আজিজ ও মাতা হাজেরা খাতুনসহ শহিদুল এর ছোট ভাই সাহিদ।
(১১ই সেপ্টেম্বর) শুক্রবার রাত ৯ টার দিকে কোটচাঁদপুর সরকারি বনবিভাগ এলাকায় ওই ঘটনা ঘটে। নিজ বসতভিটায় বাড়ি করার লক্ষে প্রতিবেশীদের সাথে সীমানা ঠিক করার জন্য সামাজিক ভাবে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করা মূহুর্তে পূর্বপরিকল্পিত ভাবে আনোয়ার হোসেন (৩৫) অতর্কিত হামলা চালায়, সাংবাদিক শহিদুল ইসলামের ওপর।
এসময় সাংবাদিকের পিতা আব্দুল আজিজ ঠেকাতে গেলে তার ওপরও হামলা চালায় আনোয়ার হোসেন গং। এতে গুরুতর জখম হয় শহিদুল ইসলাম। শহিদুল এর মা হাজেরা খাতুন ঠেকাতে আসলে তার মাকে বাঁশ দিয়ে আঘাত করে এবং পরিহিত পোষাক ম্যাকসি ছিঁড়ে দেয় আনোয়ার গং। সে সময় সাহিদ কেউ আঘাত করে এই আনোয়ার।
এ বিষয়ে সাংবাদিকের মাতা কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এদিকে সাংবাদিক পরিবারের উপর পূর্বপরিকল্পিত হামলা করায় কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাধারন সম্পাদক জাহিদ জামান ও সুমন সহ স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের বিচার দাবি করেছেন।