চুনারুঘাটের তাউশিতে জমজমাট জুয়ার আসর

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের তাউশি গ্রামে গত১মাস ধরে জুয়ার আসর চলছে। হবিগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলা থেকে জুয়াড়িরা এসে এতে অংশ নিচ্ছেন। স্হানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালেও তারা এব্যাপারে নিরব ভূমিকা পালন করছে। পুলিশের দাবি তারা বিষয়টি জানেই না। অথচ জুয়ার আসরটি চুনারুঘাট উপজেলার তাউশি গ্রামের সোয়া মিয়া ছেলে বরজু মিয়ার পোল্ট্রি খামারে ২টি ঘরে জুয়ার আসর বসে। তাউশি গ্রামের কয়েকজন মানুষের সাথে কথা বলে জানা গেছে, ১৯জুন থেকে এখানে জুয়ার আসর বসে। তাউশি গ্রামের বরজু, কামরুল হাসান ও হুড়ারকুল গ্রামের শাহিন মিয়াসহ কয়েকজন এ জুয়ার আসর পরিচালনা করছেন। প্রতিদিন রাত ৯টার পরেই হবিগঞ্জ শহর, পাশ্ববর্তী মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মাইক্রোবাস, ব্যাক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে করে জুয়াড়িরা আসতে শুরু করেন। ২টি ঘরের একটিতে চলে ‘ওয়ান টেন ‘জুয়ার আসর। এছাড়া একটি ঘরে জুয়াড়িদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে ভোর হবার আগেই জুয়াড়িরা চলে যান। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, প্রতিদিন ‘ওয়ান টেন ‘ জুয়ার আসর বসলেও পুলিশের কোন ভূমিকা নেই। একজন জুয়াড়ি জানান, প্রতি রাতে এখানে আনুমানিক ৫০জন জুয়াড়ি আসেন। এখানে কয়েক লাখ টাকার খেলা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, পুলিশ এ জুয়ার আসরের বিষয়ে কিছুই জানে না। এ অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।




error: Content is protected !!