জীবন সংগ্রামে স্বীকৃতি পেল হাটহাজারীর ৫ নারী

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

আসলাম পারভেজ হাটহাজারী।
চট্টগ্রামের হাটহাজারীতে জীবন সংগ্রামে ৫ নারীকে জয়ীতা ঘোষণা করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হাটহাজারী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে স্বীকৃতি দিয়েছেন তারা হলেন খাদিজা বেগম রুকসানা ইয়াসমিন গুলনহার বেগম নাসরিন আক্তার মোক্তার বেগম ।
হাটহাজারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা তিনি জানান,
সমাজের কুসংস্কার যৌতুক নারী নির্যাতন দরিদ্র দুষ্ট চক্রে দমে না যাওয়া নির্যাতিতদের সাহস যোগাতে এমন স্বীকৃতি দেওয়া হয়েছে পাশাপাশি সমাজের নারী অধিকার নিয়ে অবদানের মূল্যায়ন করা হয়েছে ২০২০ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করা হয়েছে।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন— খাদিজা বেগম পারিবারিক আর্থিক দীন তার জন্য ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও সেটা পূরণ করা সম্ভব হয়নি। বিয়ের পর স্বামীর সহযোগিতায় প্যারামেডিক্স পাস করে গাইনি কোর্স করেন নিজ পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনেন এবং গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা লোকসান ইয়াসমিন এসএসসি-এইচএসসিতে ভালো ফলাফলের পর পরিবার থেকে বিয়ের চাপ আসে তার উপর। কিন্তু মায়ের অনুপ্রেরণায় পড়ালেখা করে এমবিবিএস পাস করে বিসিএস এ উত্তীর্ণ হয়ে বর্তমানে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল । সফল জননী গুলনাহার বেগমকে হাজার ১৯৭২সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 8 ছেলে-মেয়ের মা হন । জুট মিলের গরিব কর্মচারী স্বামীর সহযোগিতায় তার ছেলে-মেয়ের প্রত্যেককে সমাজের উচ্চ পদস্থ অবস্থান প্রতিষ্ঠা করেন । নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারে নাসরিন আক্তার পরিবারের ইচ্ছায় এসএসসি পরীক্ষার আগে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হন নাসরিন বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির সকলের অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যান তিনি। দুই কন্যা ও পুত্র সন্তানের মা নাসরিনকে এক সময় তালাক দেয় প্রবাসী স্বামী এর ডিগ্রী পাস করে একটি বেসরকারি চাকরি করে ছেলেমেয়েকে লেখাপড়া করাবেন তিনি। সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে জয়ীতা হন মোক্তারা বেগম তিনি
হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে জন্ম নেন মুক্তার বেগম দারিদ্র্যের সাথে লড়াই করে জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ,নারী উন্নয়নে নারী অধিকার বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাবেন । বর্তমানে তিনি হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।




error: Content is protected !!