তাকোয়া অর্জনের মাস মাহে রমজান

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

মাওলানা সৈয়দ আবুল কালাম নসরতপুরী, ইসলামি আলোচক এশিয়ান টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশ দিন রহমত, দ্বিতীয় দশ দিন মাগফেরাত ও মাসের তৃতীয় ও শেষ দশ দিন হচ্ছে নাজাতের। পবিত্র এ মাসে আল্লহ কুরআন নাজিল করেন। শবে কদরও রমজান মাসে। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস এ রমজান। রমজানের পরিপূর্ণ সুফল পেতে হলে চাই পরিপূর্ণ প্রস্তুতি। শারীরিক, মানসিক ও আর্থিক প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন রমজানের বিশেষ ইবাদতের প্রস্তুতিরও। রমজান ও রোজা, তথা সিয়াম সাধনার বিধিবিধান, নিয়মকানুন, রীতিনীতি, মাসয়ালা মাসায়িল ভালোভাবে জেনে আমল করলেই রমজানের পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে। তা না হলে রোজা উপবাস ভিন্ন আর কিছুই নয়।

রমজানে বিশেষ নফল আমলসমূহ হলো- পবিত্র কুরআন একাধিকবার খতম করা; কালিমা তৈয়্যেবা অধিক পাঠ করা; দরুদ শরিফ সর্বাধিক পরিমাণে পাঠ করা; তওবা ও ইস্তিগফার করতে থাকা; সর্বদা তসবিহ তাহলিল ও জিকির আজকার করতে থাকা; দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতি কাজে মশগুল থাকা; ধর্মীয় বই-পুস্তক, কুরআন তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামি সাহিত্য নিজে পড়া ও অন্যকে পড়তে সাহায্য করা; দীনি মজলিশ আয়োজন করা; অধীনস্থ কর্মচারী ও শ্রমিকদের কাজের চাপ কমিয়ে দেওয়া এবং তাদের পূর্ণ মজুরি ও অতিরিক্ত সম্মানী প্রদান করা; বেশি বেশি।




error: Content is protected !!