তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

আবু জাহান তালুকদার::সুনামগঞ্জ::

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরাঞ্চলের দরিদ্র জনসাধারণকে ১০ টাকা কেজিতে খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকারী ভাবে খাদ্য বান্ধব কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খাদ্য বান্ধব কর্মসুচির নিয়োগপ্রাপ্ত ডিলারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, খাদ্য গুদাম কর্মকর্তা মো: মফিজুর রহমান, যুবলীগ নেতা আবুল কাশেম, কর্মসূচীর ডিলার অনুপম রায় প্রমুখ ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, সরকারি এ খাদ্য বান্ধব কর্মসূচি সঠিক ও সুষ্ঠু ভাবে পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম চলবে না।




error: Content is protected !!