তাড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সামনে থেকে ম্যারাথন (দীর্ঘ পথ প্রতিযোগিতার দৌড়ে) তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ এর নেতৃত্বে তাড়াইল সদর বাজার থেকে আজাদ রোড হাছলা দামিহা বাজার হয়ে রাহেলা ভায়া দামিহা উদয়ন কলেজে এসে পাঁচ কিলোমিটার দৌড় শেষ হয়। ম্যারাথনে অংশ গ্রহণ করেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম আজহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ ভুঁইয়া, তাড়াইল অনলাইন প্রেসক্লাব সভাপতি ছাদেকুর রহমান রতন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ। তাড়াইল থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বদরুল হাসানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ম্যারাথনে অংশগ্রহণ কারীদের সেবা প্রদানে ওষুধ ও এ্যাম্বুলেন্স নিয়ে উপস্থিত ছিলেন।




error: Content is protected !!