দেবিদ্বারে করোনায় মৃত ব্যক্তির বাড়িতে ঔষধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

মো.আরিফুল ইসলাম,দেবিদ্বার, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির বাড়িতে যাবতীয় ঔষধ, ফলমূল ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান। গতকাল দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম সরকার ওই ইউনিয়নের গাঙচর গ্রামের করোনায় মৃত মো. মোর্শেদ আলম’র এর বাড়িতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ওষধ, ফলমূল ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

জানা যায়, গত ২২ মে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা যান রাজামেহার ইউপি’র মোর্শেদ আলম। পরে ২৬ মে মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার মৃত্যুর পর থেকে তার পরিবারের অন্য সদস্যরা হোম কোয়ারেন্টিনে আছেন। সামাজিকভাবেও তার বাড়ি লকডাউন করা হয়েছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার মৃত মোর্শেদ আলমের বাড়িতে বিভিন্ন ফলমূল ও খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ওষধপত্র সামাজিক দুরত্ব বজায় রেখে পৌঁছে দেন।

এসময় ইউনিয়ন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আলমগীর হোসেন সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মোজাম্মেল হক (হুমায়ুন), ইউপি সদস্য মো. কবির হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলম সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, করোনা উপসর্গ নিয়ে মোর্শেদ আলম মারা যাওয়ার পর তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা উপসর্গ দেখা দিতে পারে। তার বাড়িটি সামাজিকভাবে লকডাউন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসেবে তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো কর্তব্য হিসেবে এসব খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় কিছু ওষধ আমি নিজে পৌঁছে দিয়েছি। যে কোনো প্রয়োজনে আমি এই পরিবারটির পাশে থাকব। এছাড়াও এ ইউনিয়নে যারা করোনা আক্রান্ত হবে তাদের প্রত্যেকের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব আমি নেব।




error: Content is protected !!