নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাল বিতরণ 

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।
সেসময় উপস্থিত ছিলেন কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান, ভাটরা ইউনিয়ন পরিষদের সচিব সোহেল রানা, সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, হাসান মাহমুদ, মাহাবুর রহমান, আব্দুল গফুর, মোক্তাছুর রহমান তোতা, সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহী সুলতানা রেমীসহ অন্যান্য সদস্যবৃন্দ, তদারকি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাটরা ইউনিয়নের ২১৯৭টি গরীব-অসহায় পরিবারকে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী জানান, ভাটরা ইউনিয়নের প্রকৃত গরীব-অসহায় পরিবারের স্বচ্ছ তালিকা তৈরি করে এ চাল বিতরণ করা হয়েছে।



error: Content is protected !!