নীলফামারীতে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীতে এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মারা গেছেন ৮ জন।

বৃহস্পতিবার(৯জুলাই) রাতে ঢাকার শেরেবাংলা নগরের এনআইএলএমআরসির পিসিআর ল্যাব থেকে ৪৪৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ওই ৪৯ জনের নমুনা পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ৪৯ জনের মধ্যে জেলা সদরে ৪২ জন। ওই ৪২ জনের মধ্যে উত্তরা ইপিজেডের দুটি কারখানায় ২৩ জন শ্রমিক ও নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়াসহ ১৯ জন রয়েছেন। এ ছাড়া জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন আয়াসহ উপজেলায় চারজন, সৈয়দপুর উপজেলায় দুজন, কিশোরগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে ৪ জুলাই এক দিনে সর্বোচ্চ ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।




error: Content is protected !!