নোয়াখালীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে আ’লীগের দু’পক্ষের গোলাগুলিতে নিহত সিএনজি চালক ও যুবলীগ কর্মি মো.আলাউদ্দিনের (৩২) দাফন সম্পন্ন হয়েছে।বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি।এর আগে বেলা সাড়ে ৩টার দিকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে বাড়িতে মরদেহ পৌঁছায়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়ির সামনে জানাজা শেষে বাদলের পৈতৃক কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুমের ঘনিষ্ঠজন ও এলাকাবসীর উপস্থিতিতে তাকে দাফন করা হয়।
জানাযায় বক্তব্য রাখেন, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, চরকালী সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও ২ শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




error: Content is protected !!