নোয়াখালীতে একদিনে আরও ২৮৩ করোনার শনাক্ত, মৃত্যু ২

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ১৭শতাংশ। এদিন ৮৫৩জনের নমুনা পরীক্ষা করে ২৮৩জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।
তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৯০৪জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬জন, সুবর্ণচরে ৬জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৬৩জন, সোনাইমুড়ীতে ১৬জন, চাটখিল ২৬জন, সেনবাগে ২৯জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮জন, সুবর্ণচরে ৩জন, হাতিয়া ১জন, বেগমগঞ্জ ৩৫জন,সোনাইমুড়ীতে ৫৯জন,চাটখিল ৬৯জন, সেনবাগ ২২জন, কোম্পানীগঞ্জ ৩৩জন, কবিরহাটে ১৩জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন বার হাজার ৪৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৩শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ২৪৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৯ জন।




error: Content is protected !!