প্রধানমন্ত্রীকে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ
হাটহাজারী প্রতিনিধিঃ
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রীসভায় অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হীন ষড়যন্ত্র ও কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার চেতনা ৭১ হাটহাজারী উপজেলার শাখার আয়োজনে হাটহাজারী কলেজ গেইটস্থ জাগৃতি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ধর্ষণ যে বা যারাই করুক না কেন অপরাধী কাউকে ছাড় দিচ্ছেনা বর্তমান শেখ হাসিনা সরকার। ইতিমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রীসভায় অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর দ্বারা এটাই প্রমাণ হচ্ছে সরকার অপরাধীদের শাস্তি নিশ্চিতে কাজ করছে। অপরদিকে বিএনপি জামাত এ ইস্যুকে কেন্দ্র করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা ছাত্রলীগকে দুর্বল করতে বৃথা চেষ্টা করছে। হুশিয়ারী কন্ঠে বক্তারা বলেন, আওয়ামীলীগ ছাত্রলীগ এ দেশে ভেসে আসেনি। কেউ চাইলেই যাচ্ছেতা করে যাবেন। নেত্রীর কিংবা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবেনা।
চেতনা৭১ উপজেলা সভাপতি ইকবাল বাপ্পির সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুমন মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, চবি ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ এমরান হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রাজু, রাকিব প্রমূখ।
প্রতিবাদ সমাবেশের আগে মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হাটহাজারী বাসস্ট্যান্ড হতে হাটহাজারী বাজার, কাচারী সড়ক হয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন, চেতনা৭১ পৌরসভা শাখার সভাপতি মোঃ জাবেদ হোসেন, মোঃ ওসমান গণি, মোঃ খোকন, হাসান মুরাদ, ছোট হানিফ, জুনু, মাসুদ করিমসহ চেতনা৭১, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।