প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক আমি আপনাদের সাথে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাইবো
লালমোহন ভোলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক আমি আপনাদের সাথে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাইবো। প্রধানমন্ত্রীর শেখহাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমার অনুরোধ রহিলো সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিতরন করবেন। সরকারের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে আমাদের সকলকে সাবধানে চলাচল করতে হবে। সকল শ্রেনীর মানুষের কাছে আমার অনুরোধ রহিলো। প্রয়োজন ছাড়া ঘর এবং বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ। এবছর রাজধানী ঢাকার চেয়েও ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। ভোলা জেলায় করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে।
২ মে রোজ রবিবার আসর বাদ ইফতারীর পূর্বে লালমোহন পৌর ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়া এমপি শাওন মহোদয়ের বাসার পাশের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজনে শীর্ষক মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মোল্লা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য এবং লালমোহন ও তজুমদ্দিনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি , এমপির মমতাময়ী মাতা হোস নেয় আরা চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্নার জন্য দোয়া করা হয়। লালমোহন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সহ দেশের সকল নেতাকর্মীর সুস্থ্যতা কামনা করে এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, তোফাজ্জল উকিল, লম্বা মালেক, মোকলেছুর, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল,যুগ্ন-সম্পাদক মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহাজান, হেদায়েতুল ইসলাম মিন্টু , আক্তার হোসেন, গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন মুরাদ, শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, সেচ্ছাসেবকলীগের আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মুর্তেজা সজিব, শেখ রাসেলের সভাপতি জালাল উদ্দিন বেলাল প্রমূখ।