প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী- এমপি শাওন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

এসো নবীন দলে দলে, শিক্ষা নাও মনে প্রাণে,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি প্রতি বাজেটে শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে বেশী বরাদ্দ দিয়ে থাকেন।শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন করা সম্ভব না। তাই মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মান সম্মত শিক্ষা ছাড়া কোনো উন্নত জাতি হওয়া সম্ভব নয়।
রোববার সকাল ১০ টায় হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের “নবীন বরণ-২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন উক্ত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি আরো বলেন একটা মানুষ সমাজে মাথা উঁচু করে দাড়াতে হলে অগাধ সম্পদের প্রয়োজন নেই। উচ্চ শিক্ষত সন্তান দরকার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক জনাব মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন শাহাজান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল সমাচার এর সম্পাদক ফারজানা চৌধুরী রত্না, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ,তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান দুলাল মিয়া,লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, আবুল কাশেম চেয়ারম্যান, আক্তার হোসেন , লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জাহিদুল ইসলাম, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জরুল ইসলাম হাওলাদার,ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, ভোলা জেলার সকল সাংবাদিকবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীদের ফুল দিয়ে বরন করে প্রত্যেক ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামূল্যে কলেজ ড্রেস,ব্যাগ,বই বিতরন করেন এমপি শাওন। । অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




error: Content is protected !!