ফকিরহাটে সিভিল সার্জনের আদেশ অমান্য করে পরিত্রাণ ক্লিনিকের রমরমা বানিজ্য।

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাটে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পরিত্রাণ ক্লিনিকের রমরমা ব্যাবসা।কোন প্রকার লাইসেন্স নেই, নেই কোন নবায়ন।বাগেরহাট সিভিল সার্জন কে এম হুমায়ুন কবীর বন্ধ রাখার নির্দেশ দিলেও কোন এক অদৃশ্য শক্তির বলে চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান।
খোজ খবর নিয়ে জানা যায়, এই চিকিৎসাকেন্দ্রে সিজারিয়ান, এপ্যান্ডিস সহ মেজর অপারেশন করা হয়।যেখানে নিয়মানুযায়ী ২৪ ঘন্টা এমবিবিএস চিকিৎসক থাকার কথা সেখানে কোন ডাক্তারের খোজ পাওয়া যাচ্ছেনা। নেই কোন এনেস্থিসিয়া ডাক্তার।

২০০৮ সালের জুলাই মাসের ২০ তারিখে ফকিরহাটের পরিত্রাণ ক্লিনিকের লাইসেন্স প্রদান করা হয়। পরে সিভিল সার্জন বাগেরহাটের নির্দেশক্রমে ক্লিনিকটিকে বন্ধ ঘোষণা করা হলে স্থান পরিবর্তন করে আবারো চালিয়ে যাচ্ছে সরকারী আদেশ অমান্য করে।এমনভাবে যদি সরকারী আদেশ অমান্য করে ক্লিনিক চালিয়ে যায় তবে ভবিষ্যতে সঠিক চিকিৎসাসেবা ব্যহত হবে।




error: Content is protected !!