বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম সহ সকল নির্বাচিত কাউন্সিলর বৃন্দরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন।শনিবার (২৭শে ফেব্রুয়ারী ) দুপুর ৩ টার দিকে নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম ও নবনির্বাচিত কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং-ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুব খান হানিফ, ২নং-ওয়ার্ডের আব্দুল মাজেদ,৩নং-ওয়ার্ডের জাহিদ হোসেন, ৪নং-ওয়ার্ডের সুব্রত চক্রবর্তী,৫নং-ওয়ার্ডের শেখ সোহেল আরমান, ৬নং-ওয়ার্ডের শরিফুল ইসলাম,৭নং- ওয়ার্ডের খাইরুল ইসলাম, ৮নং-ওয়ার্ডের সোহেল আল মামুন, ৯নং-ওয়ার্ডের রকিব উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং-(১,২,৩)-সংরক্ষিত ওয়ার্ডের রত্না পারভিন, ২নং-(৪,৫,৬)-ওয়ার্ডের গাজী তানজিমা এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডের শারমিন আক্তার সাথী সহ সকল সফরসঙ্গীরা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




error: Content is protected !!