মহিলার ভ্যানিটিব্যাগ ও ট্রাভেলব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার।

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

তানজিল সরকারঃ কিশোরগঞ্জ প্রতিনিধি।

ভৈরব কিশোরগঞ্জের এলাকায় সীমা(৩১) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ৫কেজি গাঁজা নিয়ে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। রোজ মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমান আদালত এই মহিলাকে ৫০০ টাকা জরিমানা সহ ১বছর ৬মাস সাজায় দন্ডিত করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, আজ দুপুর ১২টার দিকে তিনিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের একটি টিম ভৈরববাজার-আশুগঞ্জ নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে সীমাকে আটক করেন। সীমা আশুগঞ্জ থেকে নৌকায় করে ভৈরববাজার ঘাটে এসে নামলে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে অন্যান্য যাত্রীদের মতো তাকেও তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার সাথে থাকা ভ্যানিটিব্যাগ ও ট্রাভেলব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর খ ধারা লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সীমার স্বামীর নাম মৃত সুজন। বাড়ি ঢাকার আশুলিয়ার কাকনা এলাকায়।




error: Content is protected !!