মুন্সীগঞ্জের জৈনসার প্রবাসী অরাজনৈতিক উন্নয়ন ও মানবিক সংগঠনের আয়োজনে রমজানের উপহার কার্যক্রম ২০২১ শুরু।
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের জৈনসার গ্রামের ১২ টি দেশে অবস্থানরত মহৎ কাজে আমরা সবাই এই শ্লোগানে প্রবাসীরা ও গ্রামের যুবকরা মিলিত হয়ে প্রবাসী অরাজনৈতিক উন্নয়ন ও মানবিক সংগঠন তৈরি করেন।
মাহে রমজানের প্রথম দিনেই গ্রামের অসচ্ছল পরিবার ও গরিব দুঃখীদের মাঝে রমজানের উপহার বিতরণ করেন ১২০ জনের মাঝে,জৈনসার প্রাইমারি স্কুল থেকে দুপুরের নামাজ শেষে এ কার্যক্রম শুরু হয় স্বাস্থ্যবিধি মেনে মাক্স বিতরণ এর মাধ্যমে।
যেসব উপহার দেওয়া হয়েছে বুট ,পিয়াজ, চিনি, ডাল, মুড়ি, ইত্যাদি ইফতার সামগ্রী।
আর্থিক সহায়তায় ছিলেন যেসব প্রবাসীরা মোঃ মহিউদ্দিন আজাদ, বাবু শেখ, আফজাল হালদার, ফিরোজ শেখ ,আকতার জমাদার, সেলিম মোল্লা, পারভেজ, আবু তাহের,জসিম শেখ, শাকিল শেখ, শিমুল হোসেন, আপন মাহবুব, আলামিন, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আশিকুর রহমান সরদার, জিয়া মাসুম, ওহিদুল আলম, মামুন সেখ, সরিফুল সেখ, আমির হামজা ইসমাইল,
সার্বিক সহযোগিতায় ছিলেন আফজাল হোসেন, মামুন রানা, মহাসিন শেখ ,শহিদুল ইসলাম সুভণ, রুবেল, সাত্তার শেখ, রিপন শেখ, রাসেল প্রমুখ।