রামগঞ্জে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ ও পার্শ্ববর্ত দুই উপজেলার এক হাজার কর্মহীন পরিবারে ঢাকাস্থ ন্যাশনাল বিল্ডার্স কর্পোরেশনের সত্ত্বাধীকারী হাজী মোঃ ইউসুফ পাটোয়ারী ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতি বার দিনব্যাপী খাদ্য সামগ্রী,ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য এবং এমপি আনোয়ার হোসেন খানের নির্দেশনায় মাসিমপুর স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজা রেখে খাদ্য-ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন ফিরোজ, জাহাঙ্গির শেখ প্রমুখ। রামগঞ্জ উপজেলার মাসিমপুর, রামনগর, রায়পুর উপজেলার কেরোয়া,ফরিদগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে ৩ শত পরিবারে খাদ্য সামগ্রী,৩শত পরিবারে ঈদ সামগ্রী এবং ৪শত পরিবারে এক হাজার টাকা করে বিতরন করা হয়। এসময় হাজী মোঃ ইউসুফ পাটোয়ারী বলেন,করোনা ভাইরাসে সারা দেশে লকডাউন থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য ও অর্থ সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী দেশের সবাইকে ভাইরাসের এই দুর্যোগে মানুষের কল্যানে তাদের পাশে থেকে নানা কর্মসুচি গ্রহন করার আহবান জানিয়েছেন।

.




error: Content is protected !!