রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে সোমবার সকালে পল্লী মঙ্গল সংস্থায় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কিস্তি আদায় করেছে। এ সময় গ্রাহকদের সাথে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
সুত্রে জানায়,রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তি মীরগঞ্জ বাজার শাখা পল্লী মঙ্গল সংস্থার মাঠ কমর্ী আমেনা বেগম সোমবার সকাল ৯টার দিকে রসুলপুর সাড়া বাড়িতে সাপ্তাহিক কিস্তি আদায় করতে যায়। এ সময় গ্রাহকেরা কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাঠ কমর্ী আমেনা বেগম গ্রাহকের ঘরে অবস্থান নেয়। গ্রাহক বিধবা সালেহা বেগম সহ কয়েকজন বলেন,কিস্তির টাকা না দিলে ম্যানেজার পুলিশ নিয়ে এসে সবাইকে গ্রেফতার করে নিয়ে যাবে বলে হুমকী-ধমকী প্রদান করেন। এব্যাপারে জানতে চাইলে ওই সংস্থার মাঠ কমর্ী আমেনা বেগম মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান, প্রশাসনের কিস্তি বন্ধ রাখার বিষয়ে কোন আদেশ আমাদের কাছে নেই। আমাকে গ্রাহকেরা অযথা লা িত করছে। রামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুনতাসীর জাহান বলেন,রামগঞ্জ ও রায়পুর উপজেলা কিস্তি বন্ধ রাখার জন্য আরো অনেক আগেই প্রজ্ঞাপন জারী করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়ায় পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। এর পরেও এনজিওগুলো যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।