রূপগঞ্জে ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোজাম্মেল হক নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কর্ণগোপ এলাকায় এ ঘটে ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে ফল আনতে আড়তের উদ্দেশে রওনা হন মোজাম্মেল। এ সময় পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারধর শুরু করে। প্রতিবাদ করায় হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা টাকা লুট করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অর্থপেডিক্স হাসপাতাল ভর্তি করা হয়।
আহত মোজাম্মেল হকের স্ত্রী স্মৃতি আক্তার বলেন, কয়েক দিন ধরেই মাছিমপুর এলাকার কয়েকজন চাঁদাবাজ মোজাম্মেলের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে এবং সঙ্গে থাকা লক্ষাধিক টাকা লুট করেছে।
তবে তিনি এখনও আইনি সহায়তা নেননি। অভিযোগ পেলে পুলিশ আইনিব্যবস্থা নেবে বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানিয়েছেন###



error: Content is protected !!