লকডাউনের তৃতীয় দিনে সেনবাগে ২৬ মামলায় ১৭ হাজার ৮শত টাকা জরিমানা আদায়।

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে নোয়াখালীর সেনবাগে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া কোন যানবাহন সড়কে দেখা যায়নি। সড়ক মহাসড়ক গুলো ছিলো ফাঁকা। লকডাউন অমান্য করে কিছু মোটরসাইকেল ও লোকজন বাহিরে বের হলে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে জরিমানার সংবাদ ছড়িয়ে পড়লে ভয়ে রাস্তা ফাঁকা হয়ে যায়। তৃতীয় দিনে ভ্রাম্যমান আদালতে ২৬ মামলায় ১৭ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার সেনবাগ পৌর শহর, ফকিরহাট, বীজবাগ,খলিল মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়ে মোটরসাইকেল চালানো, মাস্ক না পরার কারনে ১৯ টি মামলায় ১৩ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন। এসময় বিজিবির একটি দল উপস্থিত ছিলেন।
অপরদিকে, সহকারি কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা উপজেলার উত্তর এলাকার অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৭ টি মামলায় ৩হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন।




error: Content is protected !!