লাখাইয়ে প্রধানমন্ত্রীর ২৫শ টাকার আর্থিক সহায়তা তালিকা তৈরীর অনিয়মে, চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০

সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করেন।

হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী পদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সেই আলোকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মুড়িয়াউক ইউনিয়নের বেশ কয়েকজন হতদরিদ্রদের সাথে আলাপ কালে তারা বলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা তাদের মনগড়া ভাবেই তাদের স্বজন ও সমর্থকদের নাম দিচ্ছেন ফলে প্রকৃত হতদরিদ্ররা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার থেকে।

সরেজমিনে গিয়ে মুড়িয়াউক ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছবুর মিয়া বলেন সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে তালিকা হওয়ার কথা থাকলেও তিনি এবিষয়ে কিছুই জানেনা।

জলফু মিয়া নামে একজন জানান, তার মোবাইল নাম্বার টি বেশ কজন সুবিধাভোগীর নামের সাথে যুক্ত করা হয়েছে কিন্তু তিনি এর কিছুই জানে না।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে আড়াই হাজার টাকা করে সরকারের নগদ অর্থ সহায়তা কর্মসূচির আওতায় লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে ১ হাজার ১৭৬ জন উপকারভোগীর তালিকা করা হয়। কিন্তু তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, ৩০৬ জন উপকারভোগীর বিপরীতে মাত্র ৪টি মোবাইল নম্বর দেয়া হয়েছে। এছাড়া তালিকায় স্বামী-স্ত্রী, একই পরিবারের ৬ জনসহ অনেক বিত্তশালীর নামও রয়েছে। একটি ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস না থাকলেও সেখানে দেয়া হয় তাদের নাম।

এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে জেলা প্রশাসন ওই ইউনিয়নের তালিকা সংশোধনের উদ্যোগ নেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলামকে তদন্তের দায়িত্ব প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

(সংগৃহীত)




error: Content is protected !!