সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন
বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের
নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে
যেকোনো দুর্যোগে দেশের মানুষ নিরাপদে থাকেন। প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন দুর্যোগ
মোকাবিলায় রোল মডেল।
রোববার দুপুরে ভোলার লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ১২
নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে এক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশের মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করেছেন। বর্তমানে তারই
কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নে
মহাকর্মযজ্ঞ চালাচ্ছেন। যা এখন বিশ্ববাসীর কাছেও স্বীকৃত।
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ আর বাংলাদেশের উন্নয়ন-
অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।
লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এ
সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন
আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি এসএম
মাহবুব উল আলম, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল
ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আনোয়ারুল ইসলাম রিপনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।