সেনবাগ থানা কর্তৃক ২৫ দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
 বিগত সামরিক সরকার ফখর উদ্দিন-ইয়াজ ঊদ্দিন আহম্মেদ সময় আটককৃত সরকারি ত্রানের টিন হত দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন সেনবাগ থানা পুলিশ। নোয়াখালীর বিজ্ঞ আদালতের আদেশনুযায়ী নিস্পত্তিকৃত মামলায় জব্দকৃত আলামত হিসেবে জব্দকৃত ঢেউটিন গুলো  বিকেলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল)- নাজমুল হাসান রাজিব পিপিএম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, তদন্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন ও আলমগীর হোসেন, ৫টি ইউনিয়নের পঁচিশ দরিদ্র পরিবারের মাঝে ১৬ পিস করে ৪০০পিস ঢেউটিন বিতরণ করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান-১ম দফায় উপজেলার ৫টি ইউনিয়নের পঁচিশ দরিদ্র পরিবারের মাঝে ১৬ পিস করে ৪০০পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে। থানায় রক্ষিত অবশিষ্ট ঢেউটিন সমুহ শীঘ্রই ২য় দফায় বাকী ৪ ইউনিয়ন ও পৌরসভার হত দরিদ্রদের মাঝে সামানুপাতিক হারে বিতরন করা হবে করা হবে।



error: Content is protected !!