সেনবাগ পৌরসভায় পুলিশ সুপারের মতবিনিমিয়

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
মোঃইব্রাহিম  নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে সার্বিক আইনশৃংখলা বিষয় নিয়ে মতবিনিমিয় সভা করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম।বুধবার দুপুরে সেনবাগ পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম। এসময় বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুর্তাহীন বিল্লাহ, অতিরিক্তি পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, কোট ইন্সেপেক্টের শাহ আলম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র -৩ ফাতেমা বেগম, কাউন্সিলর পেয়ারা বেগম, কাউন্সিলর কামাল উদ্দিন, কাউন্সিলর বেলাল হোসেন, কাউন্সিলর মোঃ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর মোঃ ইয়াছিন,কাউন্সিলর মোঃ আলমগীর সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম পাটোয়ারী ,সমাজকর্মী মোঃ ইয়াছিন প্রমুখ বক্তব্য রাখেন।সভায় প্রধান অতিথি বার বক্তব্যে বলেন-উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে- নিরাপত্তা। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে। এরসময় তিনি মাদক সেবী ও মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী ইভটিজারদের তথ্যদিয়ে পুলিশকে সহযোগীতার আহবান জানান। এছাড়াও প্রত্যেক এলাকার বিট পুলিশ অফিসারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষ ও তথ্যদিয়ে সগযোগীতা করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।



error: Content is protected !!