এ জি মুন্না- নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর সৈয়দপুর নিষিদ্ধ চোলাই মদ বিক্রির দায়ে এক মহিলাকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ জুলাই) শহরের ঢেলাপীর উত্তরা আবাসনে মাদকবিরোধী ওই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।
পরে মদ বিক্রির দায়ে রবিদুলের স্ত্রী মোছা. মুন্নি (৫০) ওই দন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দকৃত ১০ লিটার চোলাই মদ মাটিতে ফেলে ধংশ কর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম বলেন, সৈয়দপুরকে মাদকমুক্ত রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এক্ষেত্রে মাদক বিক্রেতা থেকে মাদকসেবী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবরোধী এই অভিযান অভ্যাহত থাকবে। সেই সাথে তিনি মাদকমুক্ত সৈয়দপর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।