আসলাম পারভেজ,চট্রগ্রাম হাটহাজারী;
করোনা কালিন মানুষেরর হাতে হাতে হ্যান্ডস্যানিটাইজার। আর এসব হ্যান্ডস্যানিটাইজার বাজারে পাওয়া যাচ্ছে ইদানীং নকল কিংবা ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেই এরকম হ্যান্ডস্যানিটাইজার বাজারে বিক্রি হচ্ছে।এসব হ্যান্ডস্যানিটাইজার স্বাস্থ্য সম্মত নয় তাই এগুলো ব্যবহার বা ক্রয়ের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
আজ সোমবার(৬ জুলাই)হাটহাজারী উপজেলার বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।
অভিযান পরিচালনায় দেখা যায়, ফার্মেসীতে একটা ব্রান্ডের ১১০০ বোতল হ্যান্ডস্যানিটাইজার প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে।জিম্মায় নেয়ার কারন হচ্ছে বোতলের গায়ে সরকারি ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাইসেন্স এনওসি লেখা ছিল না।
ইউএনও বলেন, উৎপাদনের সরকারি অনুমোদন বা লাইসেন্স দেখাতে পারলে তা ফার্মেসীগুলোতে ফেরত দেয়া হবে।