হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী অন্ত বিভাগে সেবা প্রদানে অনন্য দৃষ্টি রেখেছে
(আসলাম পারভেজ হাটহাজারী)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২১ সালে সর্বমোট ১ হাজার ৫ শ ৫০ জন গর্ভবতী রোগীকে অন্ত বিভাগে সেবা প্রদান করা হয়। এর মধ্যে স্বাভাবিক প্রসব হয় ১ হাজার ২ শ ২২ জন এবং সিজারিয়ান অপারেশন হয় ২৪ জন গর্ভবতী মায়ের । তবে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্য কর্মীর অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার ফলে এই সেবা প্রদান সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে এই ক্ষেত্রে বেসরকারি ক্লিনিকগুলো তে নরমাল ডেলিভারি করলে সাত থেকে আট হাজার টাকা বিল তুলে পাশাপাশি সিজার করলে ২০ থেকে ২৫–৩০ হাজার টাকা তারা বিল ধরিয়ে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী মহল। হাটহাজারী স্বাস্থ্য কেন্দ্রের এই সুফল দেখে বর্তমানে গর্ভবতী মহিলারা সে দিকে ঝুঁকে পড়েছ । এ ব্যাপারে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে (টি এইচ ও) ডাক্তার সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান , আমরা হাসপাতালে মোটামুটি ভালো চিকিৎসা দিয়ে থাকে আমাদের হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার রয়েছে তবে জনসাধারণ বা গর্ভবতী মহিলারা আমাদের কাছে আসতে চাইনা বলে তারা জানেনা এ সংক্রান্ত ব্যাপার । তিনি আরো জানান এই সমস্ত ডেলিভারী মামলা নিয়ে জটিল কিছু দেখা গেলে সেই সমস্ত গর্ভবতী রোগীদেরকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে দিয়ে থাকি । এদিকে হাটহাজারী সর্বস্তরের জনগণের পক্ষে দাবি উঠেছে হাটহাজারীতে একটি পূর্ণাঙ্গ মেটারনিটি ক্লিনিক করে দেওয়া জন্য। দুই পার্বত্য এলাকা রাঙামাটি ও খাগড়াছড়ি সহ হাটহাজারীর আশেপাশে উপজেলার গুলোর গর্ভবতী মায়েরা ভালো চিকিৎসা সেবা পাবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল ।