রবিউল ইসলাম সুইট,হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার উপজেলার জাংগই গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী।
তিনি জানান, সাহেব নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজকে মারা গেছে। তিনি নায়ারনগঞ্জে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসে। এরপর তিনি ৯ দিন আগে নমুনা দিয়েছে, তবে তার নমুনা পরীক্ষা ফলাফল এখনও পাওয়া যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে কবরস্থ করা হবে।