হিলিতে সড়ক অবরোধ করে ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নসহ রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩
রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে সড়ক অবরোধ করে ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন, রেলস্টেশনে সকল আন্ত:নগর ট্রেন দাড়ানোর দাবি ও আধুনিকায়ন করা, ট্রাক-বাস টার্মিনালের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে নাগরিক উন্নয়ন কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষনা করেন মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বন্দরের সকল সংগঠনের নেতাকর্মিরা।
আজ রোববার সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত বন্দরের চারমাথা মোড়ে এই মানববন্ধ করা হয়। এসময় ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
মানববন্ধনে বক্তারা বলেন,হিলি স্থলবন্দরের প্রধান সড়কের ফোরলেনের চলমান কাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করে তুলতে হবে সেই সাথে একমাত্র রেলস্টেশনের সকল কার্যক্রম চালুসহ ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজ দাবি জানানো হয়। এছাড়াও বন্দর এলাকায় উন্নত মানের ট্রাক ট্রার্মিনাল ও বাস ট্রার্মিনাল স্থাপনের দাবি জানান তারা।



error: Content is protected !!