হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিতে স্হান পেয়েছেন হাটহাজারীর ১৬ জন নেতা
আসলাম পারভেজ, হাটহাজারীঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে নতুন ১৫১ জন কমিটিতে স্হান পেয়েছে হাটহাজারীর ১৬ জন, তার মধ্যে অনেকেই একেবারে নতুন, নতুন পুরাতন সবাই কিন্তু হেফাজতের একটিভ কর্মীর বা নেতার ভুমিকা রেখেছেন। এসব নেতারা সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহম্মদ শফি আমির থাকা অবস্হায় অনেকেই পদ,পাইনি বর্তমানে যাদেরকে হেফাজতের নতুন কমিটিতে রাখা হয়েছে তারা হলেন হাটহাজারীর স্হানীয়দের মধ্যে উপদেষ্টা আল্লামা নোমান ফয়জি,মাওলানা শেখ আহম্মদ, মাও,ইয়াহিয়া, মুপতি জসিম উদ্দীন, মাও, জাহেদুল্লা, যুগ্ন মহা সচীব মাও নাচীর উদ্দীন মনির সহকারী মহাসচীব মাও, মাহমুদুল হাসান,মাও, জাফর আহমেদ, সহ সাংঠনিক সম্পাদক মাও মির ইদ্রিস, প্রচার সম্পাদক মাও, জাকারিয়া নোমান ফয়জি, মাও, হাফেজ সায়েমুল্লা, ত্রাণ ও পর্নবাসন সম্পাদক মুপতি মো আলি কাসেমী।সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও, আনোয়ার শাহ আজহারী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাও, ডা, নুরুল আবছার আযহারী, সম্মানিত সদস্য মাও, আব্দুল হারুন, মাও, মোঃ শফি, এসবের মধ্যে অনেকেই দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন।