আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৫টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্টিত হবে,তবে স্বাস্হ্যবিধি মেনে

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মরণব্যাধি করোনা সংক্রমণের কারণে এবার প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্টানের জন্য বলা হয়েছে জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে।
আগামী বুুুুধবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা, এবং আগামী ২৬ অক্টোবর সোমবার দশমী তিথিতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী অনুুুষ্টানের সমাপ্তি হবে।
এদিকে পূজাকে কেন্দ্র করে সারাদেশের মতো আজমিরীগঞ্জ উপজেলার সকল পূজামণ্ডপ, আয়োজক, পূজারী ও ভক্তগণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মরণব্যাধি করোনার কারণে উৎসবের আমেজ অনেকটাই কম। তবে পূজারীদের বিশ্বাস অসুর বিনাশী দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশসাধন হয়ে পুনঃরায় শান্তি বিরাজ করবে মর্ত্যলোকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বলেন, উপজেলায় এবার মোট ৩৫ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এগুলো হল, পৌরসদরে ৮টি, সদর ইউনিয়নে ৪টি, বদলপুরে ১২টি, জলসুখায় ৪টি, কাকাইলছেওয়ে ৬টি ও শিবপাশাায় ১টি। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এরপরও বাকি কাজ শেষ করতে দিনরাত্রি কায়িক পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ শেষ হলেই উৎসবের আমেজে মেতে উঠবেন সবাই। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী লোকজন, পূজারী ও ভক্তদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই পূজার আনন্দ ভাগাভাগি করা হবে বলে জানা গেছে।
শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন জানান। থানার অফিসার ইনচার্জ মেশারফ হোসেন তরফদার জানান, প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি’র পাশাপাশি পুলিশও মোতায়েন থাকবে। নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না।




error: Content is protected !!