আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
আল্লাহ পাক মানুষ এবং জ্বিন জাতি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য (সুরা যারিয়া আয়াত ৫৬)
আল্লাহ পাক কেন মানুষ সৃষ্টি করেছেন এর জবাবে আল্লাহ পাক বলেন , আমি মানুষ সৃষ্টি করেছি দুইটি কারণে ,এক পরিক্ষা করার জন্য দুই কে কত ভালো ইবাদত করতে পারে সেটা দেখার জন্য,(সুরা মুলক আয়াত ২)
আল্লাহ পাক তাগিদ দিয়ে (সুরা বাকারার ১৫৫ আয়াতে বলেন) আমি অবস্যই তোমাদের পরিক্ষা করবো , কিছু টা ভয়,ক্ষুদা ,জান মালের ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ ধৈর্য শীলদের জন্য।
প্রিয় পাঠক সুরা বাকারার ১৫৫ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি বিভিন্ন ভাবে মানুষ কে পরিক্ষা করবো ,তার মধ্যে একটি পরিক্ষা করবেন আমাদের ক্ষুদা দিয়ে ।
আল্লাহ পাক রাব্বুল আলামীন পৃথিবীর শুরু থেকেই যত নবী রাসুল সাহাবী দুনিয়াতে পাঠিয়েছেন , সবাইকে পরিক্ষা নিয়েছেন, এবং যতদিন দুনিয়া থাকবে ততদিন ঈমানদারগনকে ঈমানের পরীক্ষা দিতে হবে।
প্রিয় পাঠক গণ আজ এই পর্যন্তই তবে আলোচনা চলবে ইনশাআল্লাহ, পরবর্তী আলোচনায় থাকছে , আল্লাহ পাক কিভাবে নবী রাসুল এবং সাহসীদের পরিক্ষা নিয়েছেন।
লেখক মোঃ আবদুল্লাহ আল মামুন , তরুণ বক্তা লেখক ও সাংবাদিক,