রাসেল কবির মুরাদ পটুয়াখালী প্রতিনিধি ঃ
সকাল থেকে ফেসবুকে
অনেক বন্ধুরা উইশ করেছিলেন, ফেসবুকের এসব উইস না দেখেই বেসরকারী
প্রতিষ্ঠান ‘আশা’র পটুয়াখালী জেলার ছোট বিঘাই ইউনিয়নের ব্রাঞ্চ ম্যানেজার
শহীদ তালুকদার তার জন্মদিনে না ফেরার দেশে চলে গেলেন। সোমবার দুপুরের পর
অসুস্থ অবস্থায় ঢাকা নেয়ার পথে মাওয়া ঘাট এলাকায় কিডনি জনিত রোগে তিনি
মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেল ও এক
মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল নয়টায় জানাজা শেষে
তার নিজ বাড়ি কলাপাড়ার টিয়াখালীর ইউনিয়নে তালুকদার বাড়ির পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হবে। শহীদ তালুকদারের মৃত্যুতে স্বজনদের
আহাজারীতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। শেষবারের জন্য এক নজর দেখতে তার
বাড়িতে ভীর জমিয়েছেন আত্মীয় স্বজনসহ সহকর্মীরা।
শহীদ তালুকদারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির
সভাপতি আণহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সৈয়দ মশিউর রহমান শিমু, ইউপি সদস্য সৈয়দ মোফাচ্ছেল হোসেনসহ অনেক
শুভাকাঙ্খী।