কলাপাড়ায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে ২০ মন নিষিদ্দ হাঙ্গড় আটক করে পুড়িয়ে ফেলে ॥

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় অভিযান
চালিয়ে প্রায় বিশ মন অবৈধ হাঙ্গর অটক করেছে কোষ্টগার্ড। বৃহষ্পতিবার গভীর
রাতে পায়রাবন্দর সংলগ্ন রামনাবাদ মোহনা থেকে এফবি মাহিয়া নামের একটি
মাছধরা ট্রলার থেকে এসব হাঙ্গর জব্দ করে রাবনাবাদ কোষ্টগার্ড’র সদস্যরা।
শুক্রবার দুপুরের দিকে বন্যপ্রানী সংরক্ষন আইনে কলাপাড়া উপজেলা বন
কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তা আন্ধারমানিক নদীর তীরে আগুনে পুড়িয়ে
মাটি চাপা দেয়া হয়।

এসময় উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম, রাবনাবাদ কোষ্টগার্ড’র কন্টিজেন্ট
কমান্ডার বেলায়েত হোসেনসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাবনাবাদ কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন জানান, জেলেদের
ইলিশের জালে এই ছোট সাইজের হাঙ্গরগুলো ধরা পরে। প্রায় বিশ লাখ টাকা
মূল্যের এই হাঙ্গর কলাপাড়া উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা
হয়েছে।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম সাংবাদিকদের জানান, কলাপাড়া
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে আটককৃত হাঙ্গর আগুনে পুড়িয়ে
মাটি চাপা দেয়া হয়েছে। এছাড়া বোর্ড মালিকসহ জেলেদের মুচলেকা দিয়ে ছেড়ে
দেয়া হয়েছে।




error: Content is protected !!