কলাপাড়ায় বেড়িবাঁধ রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন কাযর্ক্রম চালু ॥

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় বেড়িবাঁধ
রক্ষার জন্য বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে পানি উন্নয়নবোর্ড।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মঙ্গলবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের
উমেদপুর গ্রামে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন
করা হয়। এ কর্মসূচীর উদ্ধোধন করেন পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার
উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক ও শওকত হোসেন মিরাজ।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলাপাড়া পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী
মো.মিজানুর রহমান, আরিফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম,
সার্ভেয়ার রিফাত হোসেন, ইমরান হোসেন ও উচ্চমান সহকারী মো. আলামিন প্রমুখ।

পাউবো’র ছোট নদী,খাল পুনঃখনন প্রকল্পের আওতায় কলাপাড়ার তিনটি পোল্ডারে
প্রায় চার হাজার গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয। বাঁধ রক্ষায় আগামী
১৪ আগষ্ট পর্যন্ত এ বৃক্ষ রোপন কর্মসূচী চলবে বলে উপ বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান।




error: Content is protected !!