কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়ায় জমে উঠেছে চুলাইমদ বিক্রি প্রতিদিন দিবাগত গভীররাতে হাজার লিটার চুলাইমদ পাচার

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের কাকাইলছেও সাহানগর ঋষিপাড়ায় জমজমাট হয়ে উঠেছে চুলাইমদ বিক্রি। প্রতিদিন দিবাগত গভীররাতে হাজার লিটার চুলাইমদ পাচার হচ্ছে বিভিন্ন এলাকায়। উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ আসক্ত হচ্ছে। এতে করে এলাকায় চুরি-চামারি সহ নানা ধরণের সামাজিক অপরাধ বৃদ্ধির আশংখা করছে এলাকাবাসী।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়ায় চুলাইমদ উৎপাদন ও পাচার বৃদ্ধি পাওয়ায় বিগত ৭/৮ মাস পূর্বে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন ও সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ওই পাড়ায় একাধিকবার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট বিক্রেতাদের চুলাইমদ সহ আটক করা হয়। পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ অর্থদণ্ডে দন্ডিত করা হয়। কিছুদিন বন্ধ থাকার পর জড়িতরা জামিনে বের হয়ে এসে, আবারও চুলাইমদ উৎপাদন শুরু করে। সম্প্রতি আবারও জমে উঠেছে চুলাইমদ বিক্রি। গতকাল বৃহস্পতিবার সকালে সরজমিনে ওই পাড়ায় গিয়ে দেখা যায়, ওই পাড়ার যুবতি, মহিলা ও পুরুষরা চুলাইমদ উৎপাদনের কাজে ব্যস্হ। তবে বাহির থেকে দেখে বোঝার কোন উপায় নেই। সূত্র জানায়, হবিগঞ্জের রিচি গ্রামে চুলাইমদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ওই গ্রামের সচেতন জনগণ সহ আইন শৃঙ্খলা বাহিনী। তাই ওই এলাকায় চুলাইমদ উৎপাদন ও বিক্রি করতে পারছে না। এ প্রেক্ষিতে, রিচি গ্রামের চিহ্নিত চুলাইমদের কতিপয় বিক্রেতা ও উৎপাদনকারী কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়ায় তাদের স্বজনদের বাড়িতে অবস্হান করে জড়িয়ে পরছে চুলাইমদ উৎপাদন ও বিক্রির সহিত। সূত্র আরও জানায়, উৎপাদকৃত চুলাইমদ প্রতিদিন দিবাগত রাত ১ টার পর থেকে ভোর সাড়ে ৪ টার ভিতরে ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে আজমিরীগঞ্জ সদর, বদলপুরের বদলপুর, পাহাড়পুর, বানিয়াংয়ের মার্কুলি, সুনামগঞ্জের শাল্লা, শ্রীহাইল, সেননগর, কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বাজার, গজারিয়া, শান্তিপুর, আন্দাইর, বড়বাড়ি, শ্রীরামপুর, জয়সিদ্ধি, উয়ারা, মুদিরগাঁও, মিটামইনের কাটখাল সহ বিভিন্ন এলাকায় অনুমানিক হাজার লিটার প্লাস্টিকের কন্টিনারে ভর্তি করে পাচার হচ্ছে চুলাইমদ। সম্প্রতি এলাকার কিছু উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ আসক্ত হয়ে পড়েছে চুলাইমদ সেবনে।
গত মঙ্গলবার কাকাইলছেওয়ের বাসিন্দা মোতালিব মিয়ার পুত্র কুদ্দুছ মিয়া (৩৫) চুলাইমদ পান করে কাকাইলছেও চৌধুরীবাজারের অদূরে আইডিয়াল স্কুলের পেছনে মাতলামি করছিল। একই সময় ওই এলাকা পরিদর্শনকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমী ও সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নজরে আসে। পর তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মাদকসেবীদের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে, চুলাইমদ পান করে প্রকাশ্যে হাট-বাজারে, গ্রামের রাস্তায় মাতলামি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। তাই অচিরেই চুলাইমদ বিক্রি ও উৎপাদনের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে সামাজিক অবক্ষয়, অপরাধ এলাকায় চুরি-চামারি বৃদ্ধি পাওয়ার আশংখায় রয়েছে এলাকাবাসী।




error: Content is protected !!