কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ কারেন্ট জাল আটক, জরিমানা আদায়

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডে দণ্ডিত দুই ব্যবসায়ী হলেন, হোসেনপুর বাজারের আজিজুর রহমান ও মকবুল হোসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, এস, এম, জাহিদুর রহমান।উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) হোসেনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আজিজুর রহমানকে ৪ হাজার টাকা ও মকবুল হোসেনকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, এস, এম, জাহিদুর রহমান।




error: Content is protected !!